আমি অনেক বছর আগে থেকে এই লিখালিখি করে যাচ্ছি যদি একটা মানুষকে এই কুসংস্কার থেকে বের করে একটা সাধারণ বৈজ্ঞানিক বিশ্লেষণ দিতে পারি যাতে করে অন্তত সে মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করতে পারে । এইখান এ সবার উরধে মানুষ এবং মনুষ্যত্ব থাকবে ।

না কোন ধর্মের বানানো ব্যাখ্যা , না কোন সমকামি, না কোন উভকামি , না কোন বিসমকামি । সবাই মানুষ থাকবে আর সবাই সবাইকে মানুষ হিসেবে সম্মান আর অধিকার দিবে । আমরা জাতি হিসেবে এখন মানুষ হয়ে উটতে পারি নাই । নয়ত ধর্ম আগে নিয়ে সেই আদিম যুগ এর ব্যাখ্যা আর তার অবকাশ এখনকার বর্তমান সময়ে প্রয়োগ করতাম না । মানুষ আগিয়েছে, বিজ্ঞান আগিয়েছে , মানুষের চিন্তা ধারা এর পরিবর্তন ঘটেছে । আমাদেরও পরিবর্তন আনতে হবে যাতে করে দেশের ভাল হয় । যাতে করে মানবজাতির ভাল হয় ।

আমার যদি কখন সন্তান হয় তাহলে তাকেও আমি এরকম শিক্ষা দিব জাতে সে মানুষ কে মানুষ হিসেবে দেখে । মানুষকে তার অধিকার সম্পর্কে সতর্ক করে । আমার সন্তান সমকামি হবে , বিসমকামি হবে , উভকামি হবে সেইটা আমার দেখার বিষয় না। সবার আগে সে আমার সন্তান এবং একটা মানুষ । তাকে সবরকম সহযোগিতা করা , সাহস দেওয়া থাকবে আমার মূল দায়িত্ব এবং কর্তব্য । যেইটা সব বাবা , মা এর হওয়া উচিত ।

আপনার সন্তান যাই হচ্ছে তাকে সাহস দিন ,তাকে সহযোগিতা করুন ।যাতে সেও বড় হয়ে অন্যায় , এসব কুসংস্কার এর বিরুদ্ধে দাড়াতে পারে । আমার সন্তানযাই হক তাকে আমি এই শিক্ষাটা দিব যেন সেও বড় হয়ে এরকম অনায় , কুসংস্কার এর বিরুদ্ধে লড়াই করে যায় ফলাফল যাই হোক না কেন ।