সমকামী ডট কম সেচ্ছাসেবক দ্বারা পরিচালিত একটি বাংলাদেশী অলাভজনক প্রতিষ্ঠান যা বাংলাদেশ ও প্রবাসে অবস্থিত প্রান্তিক লিঙ্গ ও যৌন জনগোষ্ঠীর প্রকাশিত, অপ্রকাশিত সৃষ্টিশীল কাজ সমূহকে প্রচার করার, সংগ্রহ করার এবং সঞ্চয় করার উপযুক্ত স্থান। আমরা এসকল প্রচারের বাইরেও বাংলাদেশে সমকামিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

আমরা কে?

আমরা বাংলাদেশের প্রান্তিক লিঙ্গ ও যৌন জনগোষ্ঠী। আমরা টিকে আছি একটি সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে যেখানে আমাদের অস্তিত্ব অস্বীকার করা হয়, আমাদের কণ্ঠস্বর রুদ্ধ করা হয় এবং আমাদের নেতৃত্বকে হত্যা এবং নির্যাতনের স্বীকার হতে হয়।

উদ্দেশ্য

বাংলাদেশের কুইয়্যার কন্ঠগুলোকে তুলে ধরা, লিঙ্গ ও যৌন বৈচিত্র্যের ইতিহাস প্রচার এবং সমসাময়িক সমাজকে সংবেদনশীল করা।

লক্ষ্য

প্রভাবশালী ইতিহাস থেকে মুছে যাওয়া বাংলাদেশের প্রান্তিক লিঙ্গ ও যৌন জনগোষ্ঠীর সৃষ্টিসমূহকে সংরক্ষণ করা এবং যথাযথ স্বীকৃতি দেওয়া।

আমাদের নিয়মিত সদস্যদের প্যানেল-এ যারা আছেনঃ

সম্পাদক

নিয়মিত প্রদায়ক

সোহাগ শংকরী

জয় বিশ্বাস

 

জেরিন সুলতানা সানরামনি

সহকারী সম্পাদক

খায়রুল্লা খন্দকার

আসমা জেরিন

মুনাওয়ারা মুবাশিরিন

তানজিলা তাজ রিসা

এমডি সাইফুর রহমান

 

ইশতিয়াক আহমেদ

ছবি সম্পাদক

শাহমিরান আহমেদ

প্রণব রায়

অনুপ চক্রবর্তী

হাফিজা আক্তার

নিলুফার হক

লিয়াকত আলী

অরুনাংশু চক্রবর্তী

 

উম্মে আইমন নিশু

পাবলিক রিলেশন

রেহানা আক্তার

রিয়াজ উদ্দিন

মিফতাহুর রহমান

বর্ণালী চক্রবর্তী

এইচএম শামসু রহমান

জাহাঙ্গীর আলম

জেসিকা রাখি গোমেজ

বীথি সরকার

সোনিয়া আক্তার