Wherever & whenever you need us. We are here for you – contact us for all your support needs. be it technical, general queries or information support.
সমকামী ডট কম সেচ্ছাসেবক দ্বারা পরিচালিত একটি বাংলাদেশী অলাভজনক প্রতিষ্ঠান যা বাংলাদেশ ও প্রবাসে অবস্থিত প্রান্তিক লিঙ্গ ও যৌন জনগোষ্ঠীর প্রকাশিত, অপ্রকাশিত সৃষ্টিশীল কাজ সমূহকে প্রচার করার, সংগ্রহ করার এবং সঞ্চয় করার উপযুক্ত স্থান। আমরা এসকল প্রচারের বাইরেও বাংলাদেশে সমকামিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
আমরা কে?
আমরা বাংলাদেশের প্রান্তিক লিঙ্গ ও যৌন জনগোষ্ঠী। আমরা টিকে আছি একটি সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে যেখানে আমাদের অস্তিত্ব অস্বীকার করা হয়, আমাদের কণ্ঠস্বর রুদ্ধ করা হয় এবং আমাদের নেতৃত্বকে হত্যা এবং নির্যাতনের স্বীকার হতে হয়।
উদ্দেশ্য
বাংলাদেশের কুইয়্যার কন্ঠগুলোকে তুলে ধরা, লিঙ্গ ও যৌন বৈচিত্র্যের ইতিহাস প্রচার এবং সমসাময়িক সমাজকে সংবেদনশীল করা।
লক্ষ্য
প্রভাবশালী ইতিহাস থেকে মুছে যাওয়া বাংলাদেশের প্রান্তিক লিঙ্গ ও যৌন জনগোষ্ঠীর সৃষ্টিসমূহকে সংরক্ষণ করা এবং যথাযথ স্বীকৃতি দেওয়া।