সমকামীতার ইতিহাস ইউরোপে নতুন না। গ্রীকদের দেব-দেবী থেকে শুরু করে তাদের দার্শনিকদের মধ্যে সমকামীতা নিয়ে আলাপ করার প্রবণতা লক্ষনীয় ব্যাপার। প্রাচীন গ্রীসের দেব-দেবী আর তাদের পুরোহিতদের মধ্যে সমকামীতার প্রচলন ছিল যেটা আমরা অভিজিৎ রায়ের সাক্ষাৎকারে জেনেছি।
প্লেটো সমকামীতাকে শুরুর দিকে প্রশংসা করলেও পরে তিনি এর বিরোধীতা করেছেন। তার সিম্পোজিয়ামে তিনি সমকামীতার স্বীকৃতিকে গণতান্ত্রিক বলেছেন, আর একে অস্বীকার করাকে বর্বরতা বলেছেন। তিনি সমকামীতাকে দর্শন এবং খেলাধুলার সমপর্যায়ে রেখেছেন।
তবে এরিস্টটল প্লেটোর সাথে দ্বিমত করেন, তার মতে বর্বররাও সমকামীতাকে অস্বীকার করে না। তার পলিটিক্সে তিনি বলেন উলটো বর্বররা একে সম্মানের স্থান দিয়েছে, আর একে জনসংখ্যা নিয়ন্ত্রণে ব্যবহার করেছে।
প্লেটোর শিক্ষক সক্রেটিসের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি সমকামীতার চর্চা করতেন।
প্রাচীন রোমে সমকাম নিয়ে কোনো রাখঢাক ছিল না। এন্টোনিয়াসের সাথে হাড্রিয়ানের সম্পর্কের কথা আমরা ইতিহাস থেকে জানতে পারি। খ্রিষ্টপূর্ব ৩৯০ সালে সমকামীতাকে অপরাধ হিসাবে ঘোষনা দেয়া হয়েছিল।
রেঁনেসা যুগের ইতালীর চিত্রকর্মে সমকামীতা প্রাধান্য পায়। তবে সেখানেও কর্তৃত্ববাদীদের খড়গহস্ত নেমেই আসে শেষ পর্যন্ত।
অনেক সাহিত্যানুরাগী মনে করেন উইলিয়াম শেক্সপিয়ার সমকামী অথবা উভকামী ছিলেন। তাদের মতে শেক্সপিয়ারের সনেটগুলো একজন নারী এবং একজন পুরুষকে উদ্দেশ্য করে লেখা।
ইউরোপে সমকামীতার স্বীকৃতিতে ভাঁটা পরে খ্রিস্টান ধর্মের প্রতিপত্তি বাড়ার সাথে সাথে। হলি ওয়ারের মাধ্যমে যখন ইউরোপে খ্রিস্টান ধর্ম ছড়িয়ে পড়ার পরে সমকামভীতি সারা বিশ্বে রপ্তানী হওয়া শুরু হয় ধর্মের লেবাসে।
নাৎসি বাহিনী ইহুদী নিধনের পাশাপাশি হাজার হাজার সমকামী তথা যৌনসংখ্যালঘুদের হত্যা করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এবং যুদ্ধ চলাকালে।
Irony হচ্ছে মিত্রশক্তির জন্য যে ব্যক্তিটি নাৎসিদের গোপন বার্তার সিক্রেট কোড বের করতে সক্ষম হন, সে আধুনিক কম্পিউটারের জনক এলান ট্যুরিং ছিলেন সমকামী। যার হাত ধরে এই যুদ্ধ শেষের দিকে গেছিল সে ব্যক্তিটির রহস্যজনক মৃত্যু হয়েছিল। সমকামী হওয়ায় তিনি তার প্রাপ্য সম্মান পান নি!
সেসব দিন থেকে ইউরোপে অনেক অনেক দূরে সরে এসেছে। এখন ইউরোপ অনেকটাই সহনশীল। সমকামীদের জন্য নিরাপদ আস্তানা হয়েছে ব্রিটেন এবং ইউরোপের অন্যান্য দেশ। কিন্তু সারাবিশ্বে পোল্যান্ড, ভারতের মত ডানপন্থার উত্থান কোনো ভাল ইঙ্গিত না।