ইসলাম এমন একটি ধর্ম যে,সকল ভালো জিনিসকেই হারাম করে দিয়েছে। মানুষ যেসমস্ত বিষয় নিয়ে মজা করতে পারে, আনন্দ করতে পারে, সব কিছুকেই করে দিয়েছে হারাম! কিন্তু বর্তমান মুসমানরা আবার এক কাঠি সরস! তারা নিজেদের মত সব কিছুকেই কাস্টমাইজ করে রেখেছে।

যেমন ধরুন,
বেকন খাওয়া হারাম, তবে মিথ্যা বললে সমস্যা নাই।
গান বাজনা করা হারাম, তবে গীবত করলে কোনই সমস্যা নাই।

এরকম অসংখ্য উদাহরণ আমাদের সামনেই আছে। প্রতিনিয়তই ঘটছে।

আজকাল খ্রিস্টানদের ক্রিসমাস বা বড় দিন আসলেই কিছু মুসল্লি প্রচার করেন যে মেরি ক্রিসমাস বলা নাকি হারাম, এবং মেরি ক্রিসমাস বলে কোন খ্রিস্টানকে শুভেচ্ছা জানানও নাকি হারাম! তবে অন্য ধর্মাবলম্বীর কাউকে যদি শুভেচ্ছা জানানো হারাম হয়, তাহলে বুঝে নিতে হবে ধর্মই আমাদেরকে আজ বিভক্ত করেছে। বিভক্ত করেছে গোটা মানবসমাজকে।

পৃথিবীতে ৪২০০ ধর্ম আছে এবং সব ধর্মের কাছেই বাকি ৪১৯৯ টা ধর্ম ভুয়া।
ধর্মে ধর্মে রেষারেষি না করে সকল ধর্মের মানুষকে ভালবাসার নামই হল মানবধর্ম, যার আজ খুব প্রয়োজন।