সমকামিতার প্রসঙ্গে সবচেয়ে প্রথম মৌলবাদীরা তিরস্কার জানায় অথচ ইসলামের মুখোশের আড়ালে মাদ্রাসা গুলেতে শত শত এতিম শিশুদের উপর যৌন নির্যাতন চালাচ্ছে এইসব কাঠ মোল্লারা, বাংলাদের আনাচে কানাচে রয়েছে অসংখ্য মাদ্রাসা, যেখানে কোমলমতি অসংখ্য এতিম শিশু রয়েছে। এইসব শিশুদের প্রতিনিয়ত যৌন নিপীড়নের শিকার হতে হচ্ছে। দিন দিন এই নির্যাতনের মাত্রা বেড়েই চলছে।

জাহিদ (ছদ্মনাম) নামের একটি ছেলেকে পানিহাটা হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করা হয় কুরআনে হাফিজ হওয়ার আশায়। কিন্তু জাহিদ ভর্তি হওয়ার পর মাদ্রাসার প্রিন্সিপাল আলাউদ্দীন দ্বারা যৌন নিপীড়নের স্বীকার হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হয়। শুধু তাই নয় জাহিদ এর বাবা জানায়, যে তাকে যৌন নিপীড়নের পর প্রিন্সিপাল আলাউদ্দীন তাকে হুমকি দেয় যে যদি সে কাউকে কিছু বলে তাহলে জাহিদ এবং তার পরিবার রক্তবমি করে মারা যাবে। এসব কিছু জাহিদ কে অসুস্থ করে ফেলে পরে জাহিদের একজন সহপাঠী তার বাবাকে সব জানায়।

পরে অবশ্য পুলিশ আলাউদ্দীনকে গ্রেফতার করে পরবর্তীতে জানা যায় শুধু জাহিদ নয়, আরো অনেক অসহায় শিশু আল্প আলাউদ্দীন এর যৌন লালসার শিকার হয়। আলাউদ্দীন নিজে স্বীকার করে যে সে বাচ্চাদের উপর যৌন নির্যাতন করে।

বেশির ভাগ মাদ্রাসার ছাত্ররা আসে গরীব পরিবার থেকে এছাড়া বেশিরভাগ ছাত্ররা এতিম থাকে যারা তাদের বেশীরভাগ ছাত্র জীবন মাদ্রাসাতে কাটায়। তাদের সাথে কোন দূর্ঘটনা ঘটলে খুব কমই সুযোগ পায় তাদের পরিবারকে জানাতে। অথচ ২০১৮ সালে ৪২ টি ভয়ংকর যৌন নিপীড়নের কথা মিডিয়াতে আসে। এই জরিপটি নিঃসন্দেহে প্রমান করে যে সমাজে এটি একটি ভয়ংকর সমস্যা। অথচ এই সব হুজুররেরা সমকামিতাকে গালি দেয়। যারা সমকামী তাদেরকে জাহান্নামী বলে। অথচ এখন বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত সমকামিতা কোন রোগ নয়।

সমকামিতার ইতিহাস থেকে স্পষ্টই দেখা যায় যে ইতিহাসের একটা বড় সময় জুড়েই সমকামীদের অবিরত ভাবে যুদ্ধ করতে হয়েছে সমকামিতা এক ধরনের মানসিক রোগ- সমাজে গেথে বসা এই মিথ্যা বিশ্বাসটি ভাঙতে।