পূর্বের ব্লগে “প্রকৃতিবিরুদ্ধ” শব্দের প্রায়োগিক shortcomings নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমাদের জানা প্রয়োজন প্রকৃতিতে সমকামিতা আছে কি না। অন্যান্য প্রজাতিতে সমকামিতা কেমন হারে বিদ্যমান আমরা দেখবো।
Bruce Bagemihl এর মতে প্রকৃতিতে ৪৫০টির বেশি প্রজাতিতে সমকামিতা দেখা যায়। এর মধ্যে আছে-
Black Swan- এদের মোট সংখ্যার চার ভাগের এক ভাগের মধ্যে পুরুষ-পুরুষ সমকামী আচরণ লক্ষ্য করা গেছে। সাধারণত যেসব কাজ যুগল হিসাবে নারীদের সাথে করার কথা, যেমন সীমানা রক্ষা করা, প্রজননের মৌসুমে পুরুষের সাথে প্রিমেরিটাল ডান্স ইত্যাদিতে সমকামী ব্ল্যাক সোয়ানরা পুরুষের সাথেই করে। এছাড়াও ডিম পাড়ানোর জন্য নারী ব্ল্যাক সোয়ানের সহায়তা নিলেও ডিম পাড়ার পর পর নারী সোয়ানকে বিদায় করে দিয়ে দুই পুরুষ মিলে বাচ্চার লালনপালন করে থাকে।
Laysan albatross- হাওয়াইয়ান দ্বীপপুঞ্জের Laysan albatrossদের মধ্যে নারী-নারী যুগল গঠন করে। ১৭২টি আলবাট্রসের মধ্যে ৩১% আলবাট্রস নারীর সাথে যুগল গঠন করে থাকে।
Mallards- মালার্ডদের (হাঁসের একটা প্রজাতি) মধ্যে বিষমকামী যুগলের স্থায়ীত্ব শুধু ডিম পাড়া পর্যন্ত। এর পর পুরুষ-পুরুষ আলাদা যুগলবন্দী হয়। ১৯% যুগল সমকামী হয়েছে বলে এক গবেষণায় প্রকাশিত হয়েছে।
পেঙ্গুইন- পেঙ্গুইনদের মধ্যে সমকামী প্রবণতার প্রমাণ পাওয়া গেছে সবার আগে। ১৯১১ সালে প্রথম পরিলক্ষিত হওয়ার পর ব্যাপারটা অনেক আলোড়ন সৃষ্টি করেছিল। এরপরে সমকামী পেঙ্গুইন যুগল বিশ্বের বিভিন্ন চিড়িয়াখানায় পাওয়া যাওয়া শুরু হয়েছিল। সমকামী পেঙ্গুইন যুগল ডিম পাড়ার মৌসুমে খুব অবসাদগ্রস্ত হয়ে যায়। একটা চিড়িয়াখানায় ডিমের আকৃতির একটা পাথরকে পালাক্রমে তা দিতে দেখা গেছে এক যুগল পেঙ্গুইনকে।
শকুন- জেরুজালেমের চিড়িয়াখানায় দুইটি গ্রিফন শকুনের রিপোর্ট আসছে যেখানে দুইটা পুরুষ শকুনের মধ্যে সমকামী সম্পর্কের প্রমান পাওয়া গেছে।
কবুতর- কবুতরের মধ্যেও সমকামী সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে।
ডলফিন- আমাজন রিভার ডলফিনের মধ্যে সমকামী সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে। একই সাথে আরো অনেক ধরণের “প্রকৃতিবিরুদ্ধ” যৌন আচরণের প্রমাণ পাওয়া গেছে এদের মধ্যে। এছাড়াও Bottlenose dolphinদের মধ্যে সমকামী যৌনতা দেখা গেছে।
বাদুড়- ২০টিরও বেশি প্রজাতির বাদুড়ের মধ্যে সমকামীতার প্রমাণ পাওয়া গেছে। এদের মধ্যে আন্তঃপ্রজাতি যৌনতাও দেখা গেছে।
জিরাফ- দুই পুরুষ জিরাফের মধ্যে যৌন আচরণের রিচুয়াল পালন করার রিপোর্ট আছে।
সিংহ- সিংহদের মধ্যে ৮% যৌন আচরণ সমকামী। নারীদের মধ্যে বন্দীদশায় সমকামীতা দেখা গেলেও বন্য নারী সিংহের মধ্যে এখনো দেখা যায় নি।
হায়েনা- নারী হায়েনাদের সিউডো পেনিস থাকে যা পুরুষ হায়েনাদের দূরে রাখতে সাহায্য করে। সিউডো পেনিস ব্যবহার করে নারী নারী সমকামী আচরণ লক্ষ্য করা গেছে হায়েনাদের মধ্যে।
প্রাইমেটদের মধ্যে বোনোবো, গরিলা, জাপানিক ম্যাকাকদের মধ্যে সমকামীতা লক্ষ্য করা হয়েছে।
তবে “প্রকৃতিবিরুদ্ধ” বলে সমকামীতাকে অস্বীকার করার প্রবণতা একটা মাত্র প্রাণীতে আছে। সেটা মানুষ। কে আসল প্রকৃতিবিরুদ্ধ তাহলে?