ভারতের ভ্যাক্সিন নিয়ে নানা মহল থেকে উদ্বেগ দেখা দিয়েছে। কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন দুইটি ভ্যাক্সিন ভারত থেকে আমদানি করবে বাংলাদেশ৷ এর আগে বাংলাদেশকে ২০ লাখ ডোজ ভ্যাক্সিন উপহার দিয়েছে ভারত।
তবে হিন্দুদের বানানো ভ্যাক্সিন নেয়া কি উচিত হবে এ বিতর্ক অনেকের মুখেই শোনা যাচ্ছে৷ ‘করোনার কারণে মসজিদ বন্ধ রাখা যাবে না’ ঘরানার লোকেরা ভ্যাক্সিনের হালালত্ব নিয়ে চিন্তিত। কিন্তু ভ্যাক্সিন না নিলেও সমস্যা!
বাংলার আপামর মুসলিম জনতাকে হিপোক্রেসি থেকে বাঁচাতে এগিয়ে এসেছে বাকা-চিজস। তারা জানিয়েছে অমুসলিমকে মুসলিম বানানোর প্রক্রিয়া হচ্ছে খৎনা। ভ্যাক্সিনের ক্ষেত্রেও আমাদের তা-ই করা উচিত। ভ্যাক্সিনের আগার চামড়া কেটে ফেললে সেটা মুসলিম হয়ে যাবে। নিতেও তাই কোনো সমস্যা নাই।
আশা করা যাচ্ছে এবার বাংলার আবাল-মুসলিম জনতা-বৃদ্ধবণিতা ভ্যাক্সিন নেবেন।