দেশটা বরই ঝামেলার দিকে যাচ্ছে দিনের পর দিন । মানুষ শান্তিতে থাকতে চাইছে কিন্তু রাজনৈতিক, ধর্মীয় দিক থেকে সমাজ ব্যাবস্থা যে রকম এক অবস্থা করে রেখেছে সেখানে আসলে দেশটার অবস্থা দিনের পর দিন খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। আমরা আশাবাদী হয়ে হতাহ হচ্ছি। সবার মধ্যে একতা লোভ লালসা বিস্তার করছে। মানুষকে চেনা আজকাল যাচ্ছে না। কে কখন কিভাবে মানুষ মারছে  কাউ জানছে না । একটা অস্থির অবস্থা ।

একটা অদ্ভূত ও অসভ্য দেশে বসবাস করছি। এদেশে পূজা-পার্বণ, উৎসব, অনুষ্ঠান আয়োজন নিয়ে সবার কম বেশি চুলকানি আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সরকারও এসব নিয়ে ব্যাপক উদ্বিগ্ন থাকে।

এসএসসি পরীক্ষা চলছে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ধাপটি পেরোনোর চিন্তায় যখন আতংকে কাটছে তাদের দিন, এমন সময় আবাসিক এলাকার ভেতরে চতুর্দিকে খান পঞ্চাশেক মাইক লাগিয়ে ধর্মের ষাঁড়েরা চেঁচিয়ে যাচ্ছে প্রায় প্রতিদিনই!

অসুস্থ, শিশু, বৃদ্ধদের কথা বাদই দিলাম, এসএসসি/এইচএসসি পরীক্ষার সময় এসব অত্যাচার বন্ধ করা যায় না? ধর্মের ষাঁড়দের এই চ্যাঁচানি গভীর রাতভর চলছে। আইন করে এসব চিরতরে বন্ধ করে দেয়া যায় না? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের নির্দেশদাতারা এই জায়গায় এসে চুন খেয়ে মুখপোড়া চেহারা করেন কেন?

এ কেমন দেশ আমার?

আমরা মনের মধ্যে ভয় লুকিয়ে রাখি। সাহস দেখাই না। মৌলবাদীদের বিরিদ্ধে কথা বলতে কেন ভয় পাই? আমি পাই না। আমার যা যা আছে আমি চেষ্টা করি মানুষকে সত্যটা জানাতে। মানুষ সত্য জানুক। এই যে মৌলবাদী গোষ্ঠী মানুষের খতি করছে দিনের পর দিন কেউ আওয়াজ তুলছে না। আপনারা আওয়াজ তুলুন আপনারা মানুষকে সত্যটা দেখান। বোঝান । মানুষেরখতি কওয়া বন্ধ করে একতা সুন্দর দেশ গড়ুন। শিক্ষা ার প্রগতির দিকে এগিয়ে চলুন।